১।প্রতিনিয়ত তোমার প্রেমে পরতে চাই। ২।তোমার ভালোবাসায় প্রতিদিন নতুন স্বপ্ন দেখতে পাই। ৩।ভালোবাসি, যায় আসে না কিছু তুমি না বাসলেও। ৪।তোমার সব ব্যাথা শুধু আমি পেতে চাই। ৫।তোমায় না দেখলে জানতেই পারতাম না,কোনো কারন ছারাই কাওকে দেখে হাসা যায়। ৬।তোমার হাসি আমায় সূর্যের থেকেও উজ্জ্বল করে দেয়। ৭।আমার ভালোবাসা আদি ও অনন্ত। ৮।আমি তোমায় বিরিয়ানির থেকেও বেশী ভালোবাসি, কিন্তু আমায় প্রমান করতে বলো না। ৯।ভালোবাসি, তাই তোমার সুখ আমার কাছে অন্য সবকিছুর চেয়ে বড়। ১০।তোমার আগে আমি কাওকে ভাবতেই পারিনা সারা জীবনে। ১১. তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর তুমি জীবন আমার কিন্তু জীবনের চেয়েও প্রিয় ১২. দুরত্ব বজায় থাকলেও কিছু যায় আসে না তুমি অতীতে আমার ছিলে ভবিষ্যতেও আমার থাকবে ১৩. এই একটা কথাই বলতে চাই তোমায় কেন জানিনা তোমায় দেখেই আমি থমকে গেছিলাম ১৪. কতটা ভালোবাসি তোমায় সেটা জেনে নাও তুমিই জীবন আমার এটা মেনে নাও ১৫. তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই শুধু এই মন আছে যখন ইচ্ছা চেয়ে নিও ১৬. তোমার সাথে থাকা একটা মুহূর্তই আমার জন্য যথেষ্ট ১৭. কাল যখন দেখেছিলাম স্বপ্ন রাতে তখনও ত...
১।আমার চরিত্রে কোনো দোষ নেই, আছে তোমার ধারনায়। ২।আমি আলাদা তাই আমি সফল। ৩।অবুঝদের সাথে কথা বলি না। ৪।আমায় দেখে জ্বলো না,তারাতারি ভালো হয়ে যাবে। ৫।লুজাররা আমার মতো হতে চায়,আর আমি শুধু জিততে চাই। ৬।আমি অন্যদের ফলো করি না,কারন আমি নিজের রাজ্যের রাজা। ৭।আজকের আমি,আমার কালকের সিদ্ধান্তেরই ফলাফল। ৮।নিজের সাথে যুদ্ধ আমার সবথেকে বড় চ্যালেঞ্জ। ৯।আমি তোমার রাতের দুঃস্বপ্ন। ১০।এই রাজার কোন রানীর প্রয়োজন নেই। ১১. আমি আমার পরিবারের সংস্কার মেনে চলি নাহলে তোকে তোর সামর্থ দেখিয়ে দিতাম ১২. ভালো লাগে তো মনে রাখবো নয়তো মাথায়ও রাখিনা ১৩. আমি কাওকে অপছন্দ করিনা। কিন্তু আমি তাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে ১৪. আমার ভাবনা আর আমার পরিচয় দুটোই তোদের সামর্থের বাইরে ১৫. আমি জানি আমি কেমন এই বিষয়ে তোমার বক্তব্যের দরকার নেই ১৬. বাজে কথা বলার থেকে নীরব থাকা অনেক ভালো ১৭. আমি বিশ্বাস করতে চাই তাকে যে সব সময় আমার বন্ধু থাকবে ১৮. কোনো চিন্তা থাকবেনা যখন তুমি শুধু জেতার চিন্তা রাখবে ১৯. আমার জীবন, আমার ভুল, আমার পছন্দ তোমার সম্পত্তি নয় ২০. সব সময় শেখার চেষ্টা করো কিন্...
Comments
Post a Comment