Love status & Captions For Girlfriend, For Facebook,Instagram & Whatsapp

১।প্রতিনিয়ত তোমার প্রেমে পরতে চাই।

২।তোমার ভালোবাসায় প্রতিদিন নতুন স্বপ্ন দেখতে পাই।

৩।ভালোবাসি, যায় আসে না কিছু তুমি না বাসলেও।

৪।তোমার সব ব্যাথা শুধু আমি পেতে চাই।

৫।তোমায় না দেখলে জানতেই পারতাম না,কোনো কারন ছারাই কাওকে দেখে হাসা যায়।

৬।তোমার হাসি আমায় সূর্যের থেকেও উজ্জ্বল করে দেয়।

৭।আমার ভালোবাসা আদি ও অনন্ত।

৮।আমি তোমায় বিরিয়ানির থেকেও বেশী ভালোবাসি, কিন্তু আমায় প্রমান করতে বলো না।

৯।ভালোবাসি, তাই তোমার সুখ আমার কাছে অন্য সবকিছুর চেয়ে বড়।

১০।তোমার আগে আমি কাওকে ভাবতেই পারিনা সারা জীবনে।

১১. তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর তুমি জীবন আমার কিন্তু জীবনের চেয়েও প্রিয়

১২. দুরত্ব বজায় থাকলেও কিছু যায় আসে না তুমি অতীতে আমার ছিলে ভবিষ্যতেও আমার থাকবে

১৩. এই একটা কথাই বলতে চাই তোমায় কেন জানিনা তোমায় দেখেই আমি থমকে গেছিলাম

১৪. কতটা ভালোবাসি তোমায় সেটা জেনে নাও তুমিই জীবন আমার এটা মেনে নাও

১৫. তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই শুধু এই মন আছে যখন ইচ্ছা চেয়ে নিও

১৬. তোমার সাথে থাকা একটা মুহূর্তই আমার জন্য যথেষ্ট

১৭. কাল যখন দেখেছিলাম স্বপ্ন রাতে তখনও তোমার হাত ছিল আমার হাতে

১৮. সে যদি আমায় বলে কতটা ভালোবাসো আমাকে আমি পুরো আকাশ দেখিয়ে দেব

১৯. সে যদি আমায় বলতো কিভাবে থাকবে আমার সাথে আমি মাটিতে আমার ছায়া দেখিয়ে দিতাম

২০. কাওকে খুব সহজেই ভালোবাসা যায় কিন্তু কঠিন সেই ভালবাসাকে পালন করা

২১. ভালোবাসতে তো সবাই পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা সবাই পায় না


Comments

Popular posts from this blog

Sad Bengali Status and Captions For Facebook,Istragram & Whatsapp

Attitude captions & status For Facebook, Istragram & whatsapp