Motivational status & Captions For facebook,Instagram,whatsapp

1.আমার চেতিনাশক্তিই আমার সাফল্যের চাবিকাঠি।

২।নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষমতা রাখি।

৩।বিশ্রাম শেষ,এবার সাফল্যের দিকে এগোচ্ছি।

৪।ভাবতে পারি তাই করতে পারি।

৫।মনের জোরে ভর করে যেকোনোকিছুর ওপর জয় পাওয়া যায়।

৬।কঠিন শ্রম আমাকে হারাতে পারে না।

৭।সময় যতই লাগুক,করে যাও, সাফল্য তোমায় হাতছানি দেবে। 

৮।আমাকে হারাতে পারবে একমাত্র আমার কুরেমি।

৯।শুরু করেছি, সাফল্য আসবেই।

১০।কাজ করি থামি না,আমি হার মানি না।

১১।সাফল্য যত দূরেই থাক,হাতের মুঠোয় করবোই।

১২। জিতছি,জিতব,একটা হারলে দুটো জিতব।

১৩।হারাবার কিছু নেই,তাই ভয়ও নেই।

১৪।চেয়ে লাভ নেই।

১৫।এক মিটার গর্তে পরেছিলাম,দুমিটার ওপরে উঠেছি,আমি সফল হয়েছি।

১৬।না রব না অন্ধকারে,জরাজীর্ণ এই বদ্ধঘরে।

১৭।ছুটবে এবার ছোট্ট প্রান এই বিশ্ব অরণ্যে।

১৮।করছ করো,হার মেনো না।

১৯।জীবনের একটাই লক্ষ্য, সাফল্য।

২০।না দৌড়াব না থামব,শুধু হাটতে থাকব।

Comments

Popular posts from this blog

Love status & Captions For Girlfriend, For Facebook,Instagram & Whatsapp

Sad Bengali Status and Captions For Facebook,Istragram & Whatsapp

Attitude captions & status For Facebook, Istragram & whatsapp